গৌরব আর আখিঁকে তার বাড়িতে নিয়ে যাবে না আপডেট,Gaurav and Akhi will not takes him to his house Update

 



দুই শালিক সিরিয়ালের  আপডেট,


পর্বের শুরুতে আমরা দেখতে পাই পি আর কে গোড়াকে ধমক দিয়ে বলে কোথায় ছিলিস তুই এত দেরি হলো কেন আসতে তোর। গোরা তখন মনে মনে ভাবে গত রাতের কথা ও কোমল পানীয়  খেয়ে কিভাবে পাগলামি করেছে। তারপর ভাবে যদি মামা জানতে পারে এসব তাহলে আমাকে মেরে ফেলবে। তখন বলে কাল আমার শরীরটা ভালো ছিল না তাই একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে। পিয়ারকে ছবিটা কিভাবে ভেঙেছে জানতে চাইলে গোরা বলে আমি কিছু জানি না মামা। পি আর কে মারতে যাবে গোরা কে তখনি ওর একটা কল আসে তখন ও ফোনে কথা বলে তারপর গোড়াকে একটা চড় দিয়ে বলে যা এখান থেকে বের হ। এদিকে ঝিলিক বাড়িতে যাওয়ার সময় গৌরবের সাথে দেখা হয়। গৌরব ওকে বলে তুমি কার সাথে দেখা করতে গেছিলে কোথায় গেছিলে। ঝিলিক ব্যাপারটা সামাল দেওয়ার জন্য বলে বউয়ের সাথে দেখা হলে কেউ প্রথমে এসব কথা জিজ্ঞাসা করে আপনার জায়গায় আমি থাকলে প্রথমে বউকে একটা চুমু খেতাম। গৌরব এগুলো গুরুত্ব না দিয়ে বলে তুমি কার সাথে দেখা করতে গেছিলে। তখন ঝিলিক বলে যে আপনাকে কাল রাতে বলেছিলাম না ঠাকুর আনতে যাব ওখানেই তো গেছিলাম তখন গৌরব কোন কথা না বলে ওর হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায়। ঝিলিক ওখানে গিয়ে দেখে ঠাকুর ওরা আগে থেকেই নিয়ে এসেছে। কখনো বুঝতে পারে ওর চালাকি ধরা পড়ে গেছে। 


ঝিলিক মনে মনে ভাবে এবার অন্য কিছু বলতে হবে। ও সকলকে বলে আমি তো গেছিলাম তারকনাথের কাছে। ওখানে আমি ঠাকুর অর্ডার দিয়ে এসেছি ঝামেলা হয়েছে বিশ্বনাথ আর তারকনাথ এই দুইটা নামের ভিতরে। কিন্তু গৌরব ওর কথায় পাত্তা না দিয়ে ও সকলের সামনে বলে এই আঁখি আগের আঁখি নয়। একটা ডাবল স্ট্যান্ডার্ড মেয়ে। তখন ঝিলিক সকলের সামনে উত্তর দেয় বলে হ্যাঁ আমি আগের আঁখি নই আগের আঁখি এবং এই আঁখি অনেক আলাদা।  আপনার আগের আখিকে বেশি পছন্দ তাই না যে আপনার বাবার হাতে পড়ে পড়ে মার খাবে। আপনার বাবার জুতো মুছে দেবে। তারপর ও পিআরকের কাছে গিয়ে বলে দেন তো আপনার জুতাটা আমি পরিষ্কার করে দি আমার বর তো এটাই চাই। বৌদির কাছে গিয়ে বলে বৌদি তুমি আমাকে যে ওষুধটা খাওয়াতে যেটা খেয়ে আমি কাঁপতাম ওটা দাও আমি ওটা খাবো। পিসিমনের কাছে গিয়ে বলে তুমি আমাকে আগের মত যেভাবে  মারতে সেভাবে মারধর করো। ওরা কোন কথা না বলে ওখান থেকে চলে যায়। ঝিলিক তখন গৌরবের কাছে এসে বলে দেখলেন এ বাড়ির কেউ আমাকে আগের মতো দেখতে চায় না শুধু আপনি আমাকে আগের মতো দেখতে চান। গৌরব তখন চিল্লাই বলে আমি তো বোকা এজন্য এমন বলেছি তারপর ওখান থেকে চলে যায়। অন্যদিকে বস্তিতে সবাই পুজোর ওখানে ছিল। হঠাৎ সেখানে আঁখি আসে আর দেবা আখির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ও মনে মনে ভাবে আখিকে দেখলেই আমার বুকের ভেতরটা কেমন চিনচিন করে ওঠে। ঝিলিক কি তাহলে ঠিকই বলেছিল আমি কে আখিকেই ভালোবাসি।


ঝিলিক কে দেখলে তো আমার বুকের ভেতরটা এমন হয় না। আজকে কি তাহলে আমিও কি আমার মনের কথাটা বলেই দেবো। আখি তখন দেবা কে বলে কেমন লাগছে আমাকে। দেবা একটু ইশারা করে বোঝাই অনেক সুন্দর লাগছে। ওদের দুজনকে দেখে পল্টু মনে মনে ভাবে ভ্যালেন্টাইন তো এবার জমে গেল। তারপর ওরা পুজোর ওখানে যায়। অন্যদিকে ছাতা বাড়িতেও ওরা সবাই পুজোর কাজ করে। গৌরব ঝিলিকের সাথে কোনো কথা না বলে চুপ করে থাকে। ঝিলিক তখন ওকে বলে আপনি আমার সাথে রাগ করে আছেন এখনো। ঝামেলা তো হয়েছে তারকনাথ আর বিশ্বনাথের মধ্যে তাহলে আপনি আমার উপরে রাগ করেছেন কেনো। গৌরব কোনো কথা বলে না চুপ করে থাকে। আর ঝিলিক কে বলে মুখটা একটু বন্ধ রাখো।তখন ঝিলিক ওকে আবার বলে মুখটা বন্ধ রাখলে পুষ্পাঞ্জলির মন্ত্র পড়বো কিভাবে । তারপর আবার বলে আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি কি মন্ত্রটা ইংলিশে বলবেন নাকি বাংলায় বলবেন। গৌরব কোন কথা বলে না তারপর ওরা পুজোটা শেষ করে। এদিকে বস্তিতে পুজোর সময় দেবা মনে মনে চিন্তা করতে থাকে কি এমন কথা ঝিলিক আঁখি বলল যেটা আমাকে বলা যাবে না। তারপর পূজা শেষ হলে আঁখি যখন সবাইকে প্রসাদ দিচ্ছিল তখন ওখান থেকে টুক করে সরে যায় দেবা । অন্যদিকে গিয়ে ঝিলিকের কাছে কল দেয় বলে তুই আমার সাথে এক্ষুনি দেখা কর। আসতে রাজি হয় না তখন দেবা বলে আঁখি বললে তো ঠিকই চলে আসতিস। ঝিলিক দেবা কে বোঝায় যে দেখ আজকে সকালবেলা আসতে গিয়েও একটা বাওয়াল হয়েছে এখন যদি আমাকে দেখে কোথাও বের হতে তাহলে গৌরব ঝামেলা করবে। দেবা বলে আজকে লাস্ট আর কখনো আমি তোকে আসতে বলবো না প্লিজ আয়। ঝিলিক তারপর ওর কথায় রাজি হয়ে যায়। ঝিলিক বাড়ি থেকে বের হলেন গৌরব বলে তুমি প্রতিবার গেম খেলে তুমি জিতবে না আঁখি। আমি জানি তুমি কার সাথে কথা বলে কোথায় যাচ্ছো। এবার আমি তোমাকে এক্সপোজ করবোই।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!