আজকের ধামাকা তার নতুন পর্বের আপডেট,
পর্বের শুরুতে আমরা দেখতে পাই গৌরব দেবা কে বলে তোমার এই ছলচাতুরি দেখলে না যে কেউ বুঝে যাবে। তুমি তো আখি কে ভালবেসে বিয়ে করেছিলে তাহলে কোথায় তোমার ভালোবাসা। তোমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি এখানে চুপচাপ বসে আছো। কি ভেবেছিলে তুমি ছাতা বাড়ির মেয়েকে বিয়ে করে অনেক টাকা পাবে। এক্সচেঞ্জ অফার সাঁতা বাড়ির মেয়েকে বস্তিতে এনে বিয়ে করবে আর বস্তির মেয়েকে ছাতা বাড়ি পাঠাবে। তোমার আর তোমার বন্ধুর লোভের বলি হয়েছে আঁখি। দেবা তখন গৌরব এর শার্টের কলার ধরে চিৎকার করে। বলে গৌরব আর একটা বাজে কথা বললে এখান থেকে বেঁচে ফিরবি না। ওদের এমন ঝামেলা দেখে পল্টু এবং চার আনা আগিয়ে আসে। গৌরব দেবা কে বলে এই তেজ টা না তোমার বউকে খোঁজার কাজে লাগাও আমাকে না দেখিয়ে । তোমার বন্ধু কি করেছে জানো পিয়ার কে এর সাথে হাত মিলিয়েছে। তোমাকে বিট্রে করেছে দেবা। বলবো সবকিছু খুলবো আমার মুখ। তারপর তুমি তোমার মুখ কাউকে দেখাতে পারবে না। দেবা তখন বলে আর আমি যদি আমার মুখ খুলি না তাহলে ছাতা বাড়ির কেউ আর লজ্জায় মুখ দেখাতে পারবে না। এখান থেকে চলে যান ভালই ভালই এই বস্তিতে আর একবার আসলে আর বেঁচে ফিরতে পারবেন না আপনার লাশ ফিরবে। বাবাকে ছেড়ে দিয়েছি বলে ছেলেকে ছেড়ে দেবো এমনটা কিন্তু নয়। তখন গৌরব বলে আমিও প্রমাণ করে দেবো আসলে সত্যিটা কি তারপর ওখান থেকে চলে যায়।
অন্যদিকে আমরা দেখতে পাই পি আর কে ছাতা বাড়িতে রান্না করছিল। আর গোরা তার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে দিচ্ছিল। গোরা পি আরকে কে বলে মামা তোমার কি হয়েছে। তুমি কি আঁখি কে এত ভয় কেন পাচ্ছো আগের সময় হলে তো তুমি এতক্ষণে আঁখি কে মারতে। পি আর কে কখন গোড়াকে বলে ফাটা বাঁশে পা আটকেসে। তারপর রান্না শেষ হলে সবাই টেবিলে খেতে বসে। ঝিলিক সবাইকে বেড়ে দিচ্ছিল খাবার। সবাইকে পোলাও মাংস দিলেও পিআরকে গোড়া এবং পিসিমণি ওদেরকে খেতে দেয় না। ওদেরকে দেয় সাধারণ উচ্চের ঝোল এবং নিমবেগুন এর তরকারি। পিসি মনি পোলাও মাংস চাইলে বলে এগুলো খাও তাহলে তোমাদের শরীর ঠিক থাকবে। পি আর কে এসব দেখে রাগ করে টেবিল থেকে উঠে চলে যায়। ঝিলিক তখন বাবা বলে ডাক দেয় তারপর পি আর কে এর কাছে গিয়ে বলে অতিরিক্ত রাগ দেখানো ভালো নয় বাবা। আপনি বেশি রাগ দেখালে আমিও কিন্তু রেগে যাবো। আমি আখি নই ঝিলিক জুডো ঝিলিক মরতে নয় মারতে এসেছি। এবার আপনি সবার সামনে আমার মাথায় হাত বুলিয়ে দিন যাতে সবাই মনে করে আপনি আমাকে কত ভালোবাসেন। না হলে কিন্তু বড় পর্দায় শুরু হয়ে যাবে ঝিলিক সো আপনার ভিডিও। তারপর পি আর কে আর কোনো উপায় না পেয়ে ঝিলিকের মাথায় হাত বুলিয়ে দেয় হাসতে হাসতে। ঝিলিক তখন পি আরকে কে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ বাবা সাবধানে যাবেন কিন্তু তারপর পিয়ারকে ওখান থেকে চলে যায়।
তখনই গৌরব বাড়িতে ঢুকে আর দেখে এমন কাহিনী। ঝিলিক গৌরব কে দেখে বলে আসেন আজকে পোলাও মাংস রান্না করেছে বাবা খেয়ে তার পরে যাবেন। কিন্তু গৌরব ঝিলিকের কথায় কোন গুরুত্ব না দিয়ে রেগে রেগে উপরে চলে যায়। অন্যদিকে পি আর কে তার অফিসে এসে দেখে তার চেয়ারে উল্টো দিকে ঘুরে কে যেন বসে আছে। পি আর কে মনে করে ওর চেয়ারে গোড়া বসে আছে তাই গোরা বলে জোরে চিৎকার করে। কিন্তু যেই চেয়ারটা ঘুরে এদিকে তাকায় তখন দেখে ওখানে দেবা বসে আছে। পি আর কে বলে তোর এত বড় সাহস তুই আমার অফিসে আবার এসেছিস আর তুই আমার চেয়ারে বসার সাহস কি করে পেলি। দেবা তখন বলে গতদিন সবাইকে এমন ক্যালানি দিয়েছে আজকে তোর অফিস আসার সময় আমার সামনে কেউ আসেনি। পি আর কে বলে তোর কি সমস্যা তুই কি চাস। দেবা তখন বলে আঁখি আমার আখিকে চাই। আঁখি কে না পেলে আমি সবাইকে শেষ করে দেবো। আখি ছাড়া আমার হারাবার আর কেউ নেই। পিয়ার কে বলে যা তুই কি করতে পারিস কর। তুই না বলেছিলে আমাকে মেরে আমার ছবিতে তুই মালা দিবি। আমি তোর কাছ থেকে ২৪ ঘন্টা সময় নিলাম তার ভেতরে আমি তোকে মেরে তোকে চুল্লিতে পরিয়ে সে ছাই আমি বস্তিতে ছিটাবো। তখনই দেবা পি আর কে এর গলা চেপে ধরে তারপর বলে এক্ষুনি আমি যদি আমার হাতটা একটু উঁচু করি তাহলে তুই দাঁড়ানোর জন্য মাটিও পাবি না। তারপর দেবা ওর হাত উঁচু করে এদিক থেকে পি আর কে নিঃশ্বাস নিতে পারছিলো না। একটু পর আবার ছেড়ে দেয় দেবা ওকে। তারপর দেবা বলে এর পরের বার যখন আমি আসবো তখন যেন আঁখি আমার সামনে থাকে তা নাহলে দিন এক থাকবে সময়ও এক থাকবে চুল্লিও এক থাকবে কিন্তু আমার জায়গায় তুমি থাকবে পি আর কে।
তখনই সেখানে ঝিলিক আসে আর বলে আখি আর বেঁচে নেই। অন্যদিকে আমরা দেখি অনিমেষ রায় পুষ্পদের খোঁজ করার জন্য ওরা আগে যেখানে থাকতো ওখানে গিয়েছে। ওখানে সবার কাছে খোঁজখবর নেয় কিন্তু পরে জানতে পারে ওরা অনেক আগেই ওখান থেকে চলে গেছে এখন কোন একটা বস্তিতে থাকে কলকাতায়। এদিকে ঝিলিক দেবা কে বলে তুই আবার এখানে কেন এসেছিস। তারপর বলে আসলে ওর মাথাটা খারাপ হয়ে গেছে বউকে হারিয়ে ফেলেছে কিনা। কোন দিন না আবার এসে বলে আপনি ওর বাবা। দেবা তখন মনে মনে বলে ঝিলিক তাহলে সবকিছু জেনে গেল। ঝিলিক দেবা কে বলে আর কতবার তোকে বলতে হবে আমরা তোর বউয়ের খবর রাখি না। দেবা বলে আমরা মানে তুই এখন ওদের দলে চলে গেছিস। ঝিলিক তখন বলে এটাই তো স্বাভাবিক তাই না।
উনি আমার শ্বশুরমশাই আর আমি আমার শ্বশুরমশায়ের দলে থাকবো এটাই তো স্বাভাবিক। দেবা তখন ঝিলিককে বলে তুই জানিস না ওই লোকটা কত খারাপ লোক ও কত মানুষের কত ক্ষতি করেছে। ঝিলিক তখন বলে কার ক্ষতি করেছে আমার শ্বশুর মশাই প্রমাণ ছাড়া আমি কোন কিছু বিশ্বাস করি না। দেবা তখন বলে উনি একটা মহিলাকে বিয়ে করে একটা সন্তান তৈরি করে তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। ওই মহিলাটা হল আমার মা আর ওই ছেলেটা হলাম আমি। ঝিলিক তখন বলে এসব কথা বলে কোন লাভ নেই প্রমাণ ছাড়া কোন কথা বিশ্বাস করা অসম্ভব। দেখেছেন বাবা একটু আগে বললাম কোন দিন না এসে আপনাকে বলে আপনি ওর বাবা বলতে না বলতে আজকেই বলল। দেবা তখন ওর পকেট থেকে ছবিটা বের করে দেখায়। বলে এখানে যে মহিলা আছে উনি আমার মা আর এই ছোট বাচ্চা ছেলেটা হলাম আমি। তখন পি আর কে বলে এসব মিথ্যা কথা এই ছবিটা একটা মহিলা আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। তখন ছবিটা তোলা এই মিথ্যে ছবি নিয়ে আমার উপরে মিথ্যে বদনাম করছে। ঝিলিক তখন বলে এই ছবিটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুই প্রমাণ দে। আমার শ্বশুর মশায়ের কথায় যুক্তি আছে শুধুমাত্র এই একটা ছবিতেই কোন কিছু প্রমাণ হয় না। দেবা তখন বলে আমি ২৪ ঘন্টার মধ্যে সব প্রমাণ এনে দেখাবো। তারপর ওখান থেকে চলে যায় দেবা।