গৃহপ্রবেশ আগামী পর্বের আপডেট আদি সারপ্রাইজ দিলো শুভকে

গৃহপ্রবেশ আগামী পর্বের আপডেট আদি সারপ্রাইজ  দিলো শুভকে


গৃহ প্রবেশ সিরিয়ালের আজকের নতুন পর্বের আপডেট,


এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শুভ ঠাম্মির দেওয়া লাল বেনারসি পড়ে একেবারে বাঙালি বৌ সেজে বৌভাতের অনুষ্ঠানে আসে। শুভ কে দেখে তো সবাই পুরাই অবাক। দাদুভাই বলে বাহ একেবারে বাঙালি বউ। আদ্রিত তো শুভর দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। ঠাম্মি সেবন্তি কে বলে বড় বৌমা তুমি শাড়ি পরো নাই। সেবন্তি বলে না মা শরীরটা এখনো দুর্বল লাগছে তাই আর পরিনি। সমস্যা নেই আমি আছিতো। আদি বলে শুভকে দেখতে এতো ভালো লাগছে দেখে চোখই  ফেরাতে পারছি না। মেজো কাম্মা তখন বলে কেডিট গোস টু মি প্যাটেলের দোকান থেকে শাড়ি পাঞ্জাবি তো আমি কিনে নিয়েছি। তখন সেবন্তি মেজো কাম্মার দিকে চোখ বড়ো করে তাকাই আর মেজো কাম্মা চুপ হয়ে যাই। বৌভাত এর অনুষ্টান শুরু করতেই যাবে তখন শুভ বলে একটু ওয়েট করো প্লিজ। তারপর সেখানে আয়োনা কিসু নিয়ে শুভ কে দেই। শুভ আসলে লুকিয়ে লুকিয়ে অদ্রিত এর জন্য ও ভাত কাপড় এর আয়োজন করেসে।



শুভ অদ্রিত কে সারপ্রাইস দেই। বলে শুধু সেলে মানুষ কেন দায়িক্ত নেবে। এখন যুগ পাল্টে গেসে এখন মেয়েরা ও বাইরে কাজ করে। তাই দুজন দুজনের দায়িক্ত নেওয়া উচিত। সবাই শুভর কোথায় অনেক খুশি হয়। শুভ অদ্রিত কে তার পসন্দের রং এর প্যান্ট শার্ট কিনে দেই আর অদ্রিত এর পসন্দের আপেলপায় তৈরি করে। অদ্রিত তো ভিশন খুশি হয়ে যাই। সবাই কে বলে দেখো আমার বৌ আমার জন্য আমার পসন্দের কাপড় আর খাবার তৈরি করেসে। অদ্রিত শুভ কে অনেক প্রশংসা করে। সেবন্তি তখন বলে ফার্স্ট টাইম আদ্রিত কে কিছু দিলি তা টাকাটা ওর কাছ থেকে না নীয়ে আমার কাছ থেকে নিতে পারতিস। শুভ তখন বলে না বড় মা আমি তো তোমার ছেলের কাছ থেকে টাকাটা নি নাই । দাদুভাই বলে নিলেই বা কি সমস্যা তার স্বামীর টাকার উপরে তো তার অধিকার আছে। শুভ বলে এটা তো তোমার নাতির টাকা নয়। এটা আমার টাকা দিয়ে আমি কিনেছি। এটা আমার জমানো টাকা।কিন্তু শুভর কথা বিস্বাস কোরসিলোনা। তখন সেখানে রূপস আসে আর বলে এই বিষয়ে আমার থেকে ভালো কেউ জানেনা। কারণ ওকে টাকা টা আমি ডলার করে দিয়েছি। আর আয়োনা বলে আর বৌদিভাই ডলার  দিয়ে আমাকে এগুলো নিয়ে আসতে বলেছিল।সেবন্তি মনে মনে বলে মাঠে নেমে গোল দিয়েছে শুভ এখন সহ্য করতে হবে বউ ভাত মিটে  যাক তারপরে দেখব।

গৃহপ্রবেশ আগামী পর্বের আপডেট আদি সারপ্রাইজ  দিলো শুভকে


এদিকে অদৃতের পিসিমণি মিসেস কাটার এর থেকে তার এই মাসের পেমেন্ট এবং ছুটি নিয়ে নেই আদ্রিতের রিসিপশনে আসার জন্য। অন্যদিকে আদৃত এবং শুভ দুজন একসাথে কাপড়ের অনুষ্ঠান শেষ করে। হঠাৎ করে শুভ হাতে ব্যথা পায়। তারপর সবাই খেয়াল করে শুভর হাত অনেকটাই কেটে গেছে। সেদিন  সেবন্তি কে ঘর থেকে বের করতে গিয়ে কাচ এ হাত লেগে কেটে গিয়েছিল। আদি ওষধ নিয়ে আসতে যাচ্ছিল তখন মেজোকাম্মা বলে আগে অনুষ্ঠানটা শেষ কর তারপরে যা। আদি বলে আমার এই অনুষ্ঠানের থেকে বেশি ইম্পরট্যান্ট শুভর ভালো থাকা।তারপর ব্যান্ডেজ এবং ওষুধ নিয়ে এসে শুভর হাত ব্যান্ডেজ করে দেয়। অদৃতের এমন অবস্থা দেখে শুভ মনে মনে বলে আমি নিশ্চয়ই গত জন্মে কোন ভালো কাজ করেছিলাম তাই তুমি আমাকে এতো ভালো বর দিয়েছো। হঠাৎ করে সেখানে সবাইকে সারপ্রাইজ করে দিয়ে অদ্রিত এর ছোট ভাই রিদ্ধি বাড়িতে চলে আসে। সবাই  ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। এবার রিদ্ধি মজা করে বলে আমি তো ভাবতেই পারছিনা শুভ কে এখন থেকে আমার বৌদি ডাকতে হবে।



এরপরের সিনে আমরা দেখতে পাই সেবন্তি ছোটকাম্মা এবং মেজ কাম্মা শুভর ঘরে আসে গয়নার বাক্স নিয়ে। বলে এগুলো তোর এগুলো তো জিনিয়ার জন্য কেনা হয়েছিল কিন্তু কে জানতো ওর কপালে নেই যেহেতু তোর বিয়ে হয়েছে এগুলো তু্ই রাখ। তারপর সেবন্তি একটা অনেক দামি ওভারকোট শুভকে দিয়ে বলে নে এটা তুই পড়বি তোর তো ভালো কোন সোয়েটার নেই এখন থেকে তুই এটা পরে বাইরে যাবি। শুভ বলে বড় মা এত দামি সোয়েটার আমি পড়বো। তখন ঠাম্মি তার নিজের হাতে বোনা একটা সোয়েটার বের করে শুভকে দেয়। বলে দেখতো এটা কেমন হয়েছে এটা আমি নিজে হাতে বানিয়েছি। শুভ বলে অনেক সুন্দর হয়েছে ঠাম্মি। কিন্তু সেবন্তি বলে মা এটা ও পড়বে না আমাদের বাড়ির একটা ক্লাস আছে তো। তারপর ঠাম্মি সেখান থেকে রাগ করে চলে যায়। তখন সেখানে ঋদ্ধি এসে বলে বৌদি আমরা চলো বাইরে যাব খেতে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপর শুভ সেবন্তি কে গয়নার বাক্স গুলো দিয়ে বলে ইন্ডিয়ান নিয়ম অনুযায়ী এগুলো তোমার কাছে থাকা উচিত এগুলো তুমি রাখো। সেবন্তি গয়না গুলো নিয়ে চলে যাই।


গৃহপ্রবেশ আগামী পর্বের আপডেট আদি সারপ্রাইজ  দিলো শুভকে


এরপর আমরা দেখি ঠাম্মি রুমে এসে মন খারাপ করে বসেছিল। দাদুভাইকে বলছিলো শুভটাও বদলে গেল এত তাড়াতাড়ি। বড় বৌমার কথায় আমি কিছু মনে করিনি কিন্তু শুভ তো কিছুই বলল না। তখন তাকিয়ে দেখে শুভ ঠাম্মির দেওয়া সোয়েটার পড়ে তার সামনে এসেছে। তখন ঠাম্মি শুভকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং জড়িয়ে ধরে। বলে আমি জানতাম আমার বানানো সোয়েটার শুভ ঠিক পড়বে। এসব কিছু মেজো কাম্মা লুকিয়ে লুকিয়ে দেখসিলো। শুভ মনে মনে বলে এবার কি হবে এক্ষুনি তো গিয়ে বড়ো মা কে সব বলে দেবে। কি করে ম্যানেজ করবো আমি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!