দুই শালিক সিরিয়ালের ঝিলিক আর দেবার মিল হলো

দুই শালিক  সিরিয়ালের  ঝিলিক  আর দেবার মিল হলো



দুই শালিক  সিরিয়ালের নতুন পর্বের আপডেট,


শুরুতে আমরা দেখতে পাই পল্টু এবং চার আনা বিয়ে আটকানোর  জন্য  দরজা ধরে  টাকা দিতে হবে বলে। কত টাকা দিতে হবে জানতে চাইলে চার আনা বলে ৭০ হাজার টাকা দিলেই হবে। তখন সবাই অবাক হয় বলে দোর ধরার টাকা কখনো 70 হাজার দিতে হয় জানা ছিল না। বাইরে এসব সমস্যা হচ্ছে দেখে আঁখি ভেতর থেকে এসে বলে তোরা এসব কি শুরু করেছিস।চার আনা না হয় ছোট মানুষ কিন্তু পল্টুদা তুমি তো ছোট না। তুমি আর এসব করোনা তুমি আমাদেরকে একা ছেড়ে দাও। সবার সামনে আমার মা বাবার মাথায় হেড করোনা। তোমরা এখান থেকে যাও। তারপর আঁখিকে পিডিতে বসিয়ে নিয়ে আসে। এদিকে পল্টু আর ৪ আনা ভাবে আর কি করা যায়। তখন চার আনার মাথায় একটা বুদ্ধি আসে। ও জুডোর মেয়েদেরকে বলে এখানে একটা জুটো পারফর্ম করতে হবে। তারপর আঁখিকে শুভ দৃষ্টির জন্য নিয়ে আসলে চার আনা তখন বলে। সবাই দাঁড়াও জুডো ঝিলিকের বিয়ে  এখানে একটা জুডো পারফর্ম না হলে কি হয়। তাই বলে মেয়েরা পারফর্ম শুরু করে দেয়। 


অন্যদিকে হাসপাতলে ঝিলিক গৌরবের কাছে বসে বসে ভাবসিলো। গৌরবের অ্যাক্সিডেন্টের জন্য ঝিলিক নিজেকেই দায়ী কোরসিলো। ঝিলিক ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেও ভালো হয়ে যাবে তো ডাক্তার। ডাক্তার ঝিলিক কে বলে এখনো কিছু বলা যাচ্ছে না প্রচুর পরিমাণ  ব্লিডিং হইসে। ঝিলিক ভাবে গৌরব এর একসিডেন্ট পি আর কে করিয়েসে। গৌরব এর মা কাকুমনি আর আতর দি রিসেপশন এ যাই ফ্রম ফিলাপ করার জন্য গিয়ে জানতে পারে ওটা আগেই করা হয়ে গেসে। কে করেসে জানতে চাইলে বলে উনার দাদা করেসে নাম বলে দেবা। কিন্তু দেবা নাম এ তো গৌরব এর দাদা নেই। গৌরব এর মা বলে তুমি যেই হও দেবা আজ থেকে তুমি ও আমার সেলে । ভগবান যেন তোমার মঙ্গল করে সব সময়। তারপর তারা ওখান থেকে চলে যাই। এ দিকে বিয়ে মণ্ডপ এ ঝিলিকের মা বলে তোরা এসব কি শুরু করেছিস। ঝিলিককে পিরি থেকে নামাতে বললে তখন সেখানে দেবা চলে আসে।



দেবা দাড়াও বলে কাছে এগিয়ে যাই। আঁখি কে বলে পিরি থেকে নাম।বলে যে বিয়েতে ভালোবাসা নাই সেটা কিসের বিয়ে।ওখানের সবাই আটকাতে গেলে দেবা বলে আপনারা চুপ করুন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে। ওর বিয়ে হলে আমার সাথেই হবে। এ কথা বলে দেবা আখির  হাত ধরে নিয়ে চলে যেতে লাগে তখন আখির সাথে যার বিয়ে ঠিক হইসিলো ও এসে বলে আরে দাঁড়ান দাঁড়ান আপনি এতো হাইপার হবেন না। তাছাড়া দোষ তো আপনার আপনি লেট করে এসেছেন । আপনি ভালোবাসেন আপনিই বিয়ে করবেন। তাছাড়া আমি তো আপনার শালা। আখি কে বলে যাও বোন তুমি যাও। সবাই বলে তুই এসব কি বলছিস তুই কি পাগল হয়ে গেলি। যার সাথে তোর বিয়ে হওয়ার কথা তাকে তুই বোন বলছিস। তখন আবার বলে বৌ না হলে তো বোনই হয়।


দুই শালিক  সিরিয়ালের  ঝিলিক  আর দেবার মিল হলো


দেবা আখির হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল তখন আখির মা পেছন থেকে রাগী গলায়  বলে দাঁড়া। ওর মা এসে আখিকে বলে তুই কিন্তু আমার মাথায় হাত রেখে দিব্বি খেয়েছিলে ঝিলিক। আমি যে ছেলে ঠিক করবো তুই তাকেই বিয়ে করবি। ঝিলিক এর মা তখন দেবা কে বলে, তুই ঝিলিককে ভালবাসিস তাইতো দেবা। তুই সেটা সবার সামনে বলেছিস। কিন্তু ঝিলিক কি তোকে ভালবাসে। একতরফা তো আর ভালোবাসা হয় না। ঝিলিক যদি সবার সামনে বলে তোকে ভালবাসে তাহলে আমি ওকে যেতে দেব। আর যতক্ষণ না ও সবার সামনে বলছে ও তোকে ভালোবাসে ততক্ষণ আমি ওকে এখান থেকে যেতে দেব না। আঁখি মনে মনে ভাবতে থাকে, আমি দেবা কে ভালোবাসি কিন্তু সবার সামনে বলতে পারবোনা। দেবা কে বিয়ে করলে সত্যি টা একদিন হলে ও সবাই জেনে যাবে।


তাতে ঝিলিক এর সংসার টা ভেঙে যাবে। ঝিলিকের এত বড় ক্ষতি আমি হতে দিতে পারবোনা। ঝিলিকের মা তখন আঁখির হাত নিয়ে দেবার মাথায় দিয়ে বলে দেবার মাথায় হাত রেখে বল তুই ওকে ভালবাসিস কি বাসিস না। আখি মনে মনে ভাবে কি করে বলবো আমি।আমি যে তোমার মাথায় হাত রেখে কথা দিয়েছি। আর ঝিলিক আমার জন্য এত কিছু করছে আমি তার মায়ের জন্য এটুকু করতে পারব না। নিজের মা-বাবা নিজে পরিবার ছেড়ে একটা অচেনা বাড়িতে গিয়ে রয়ে গেছে। শুধুমাত্র আমার সাথে হওয়া অন্যায়ের বদলা নেবে বলে। আর তুমি সেই ঝিলিকের মা তোমার কথায় আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারব না। না না আমি কিছুতেই বলবো না। তখন ওর মা হাত নামিয়ে দিয়ে বলে থাক তোর আর কিছুই বলতে হবে না। মায়ের মন তো সব বুঝতে পারি। আমি তোর উত্তর পেয়ে গেছি ঝিলিক। কি বলতো আমি সারা জীবন তোকে সুখী দেখতে চেয়েছি।তাই আজকে তোকে বলসি এইযে দেবা ও তোকে যে ভালোবাসা টা দেবে সেটা আর তোকে কেউ দিতে পারবেনা রে। তাই তোকে বলছি যা ঝিলিক যা। জি লে আপনি জিন্দেগি। জিন্দেগী না মিলেগি দোবারা। এনাদের কথা তুই ভাবিস না এনারা খুব ভালো মানুষ কিছু বলবে না।আমি খাইয়ে বাড়ি পাটিয়ে দেবো তু্ই পালা। তারপর ঝিলিক এর মা আঁখি কে দেবার হাতে তুলে দেই।ওরা চলে যাবে তখন সমতা ওদের সামনে এসে দাঁড়ায়। দেবা তখন ওকে বলে আমায় ক্ষমা করে দে সমতা সেদিন রাগ এর মাথায় তোকে বিয়ে করবো বলসিলাম। কিন্তু তু্ই ও ভালো করেই জানিস আমি ঝিলিক কে ভালোবাসি।তখন সমতা রাগ করে ওখান থেকে চলে যাই। তারপর দেবা আঁখি কে তার বাইক এ করে নিয়ে পালিয়ে যাই। ঝিলিকের বাবা-মা তখন বরপক্ষের সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাই। বলে এসব আমরা কিছুই জানতাম না এসব আমাদের কোন হাত ছিল না বাবা। তখন বর মশাই বলে আরে আপনি মোটেও ক্ষমা চাইবেন না।তাছাড়া আমি বিয়ে ভাঙা ছেলে এর আগেও দুবার বিয়ে ভেঙেছে আমার।আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাবো। Next golpo


দুই শালিক  সিরিয়ালের  ঝিলিক  আর দেবার মিল হলো

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!