গৃহপ্রবেশ সিরিয়ালের আজকের আকর্ষণীয় নতুন পর্বের আপডেট,
এ পর্বের শুরুতে আমরা দেখি শুভ বাসে করে এসে নামলে পরেশ কাকা বিয়ের গাড়ির মতো একটা গাড়ি সাজিয়ে সেখানে শুভ কে নিতে আসে । এসব দেখে অনেকটা অবাক হয় শুভ । বলে পরেশ কাকা তুমি এসব কি করেছো। কাকা তখন বলে তুই এতদুর পথ জার্নি করে আসলি ভ্যান নিয়ে আসলে তোর কষ্ট হবে তাই একটা গাড়ি নিয়ে চলে আসলাম। শুভ তখন বলে কিন্তু এমন বরের গাড়ির মতো সাজিয়েছো কেন। কাকা তখন বলে এখন তো বিয়ের সিজন চলছে তাই গাড়ি এমন সাজানো ছিল কোন গাড়ি পাইনি একটা গাড়ি পেয়েছি সেটা নিয়ে চলে এসেছি। শুভ মনে মনে ভাবে বিয়ে তো দেখছি আমার পিছুই ছাড়ছেনা।কাকা তখন বলে তাড়াতাড়ি চল তোর জন্য অপেক্ষা করছে তো। শুভ বলে কে অপেক্ষা করছে। কাকা তখন বলে কে আবার গ্রামের সবাই। এরপর তারা গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির ভেতরে বসে শুভ অদ্রিত এর কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে শুভর অনুভব হয় সামনের সিটে অদ্রিত বসে আছে, বলছে তুমি আমাকে না বলে চলে এলে কেন। শুভ বলে অদ্রিত দা তুমি এখানে। অদ্রিত তখন বলে আমার থেকে পালানো এতো সোজা নয় শুভ। তুমি যেখানে যাবে আমাকে সেখানেই পাবে। তখনই পরেশ কাকা বলে কি রে মা তুই কার কথা ভাবছিস এত। তখন শুভ বুঝতে পারে এটা তার মনের ভুল ছিল।
এবার শুভ তার গ্রামে পৌঁছালে দেখে গ্রামের সবকিছু সাজানো গোছানো। যেন কোন বিয়ে বাড়ি। শুভ গাড়ি থেকে নেমে বলে সবাইকে এখানে কি হচ্ছে গো বাড়িতে কারো বিয়ে নাকি কই আমি তো কিছু জানি না। তখন কাকিমা তার কাছে এসে বলে এসব কথা পরে শুনবি এখন বল তুই কেমন আছিস। শুভ কাকিমা কে বলে তোমরা কি লোকাস্য গো আমার কাছ থেকে। কাকিমা বলে কই কিচ্ছু না। তখনই সেখানে একজন একটা বোর্ড নিয়ে চোলে আসে তাতে লেখা সিলো শুভ লক্ষী ও আদ্রিতের বিবাহ। শুভ তখন ওটা দেখতে চাইলে সবাই বলে ওটা তোর দেখা লাগবেনা। শুভ তখন রাগ করে বলে ঠিক আছে দেখাবে না তো আমার দেখা লাগবে না বলে চলে যাবার সময় ও হোসট খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে অদ্রিত। শুভ তখন মনে মনে ভাবে ইশ আবার তুই স্বপ্ন দেখছিস অদ্রিত দা কে নিয়ে।
অদ্রিত তখন শুভকে বলে তুমি আমাকে না বলে পালিয়ে এলে কেন। তখন আমরা এই সিনে সুন্দর একটা দৃশ্য দেখতে পাই, উপর থেকে ফুলের বৃষ্টি পড়ছে আর ব্যাকগ্রাউন্ড একটা রোমান্টিক মিউজিক বাজে। অদ্রিত তখন তার হাত বাড়িয়ে দেয় শুভকে ওঠানোর জন্য। শুভ তখন অদ্রিত এর হাতে টাচ করে দেখে এটা কি সত্যি নাকি স্বপ্ন। শুভ দেখে আসলেই সত্যি তখন বলে অদ্রিত দা তুমি এখানে। তখন অদ্রিত বলে তুমি যদি আমার জন্য নিউইয়র্ক যেতে পারো তাহলে আমি কি ইন্ডিয়া আসতে পারি না। আমার দেওয়া পারফিউমের গন্ধটা ফুলের গন্ধ কে ছাড়িয়ে যাচ্ছে শুভ। তুমি ধরা পড়ে গেছো আমি আমার উত্তর পেয়ে গেছি শুভ। অদ্রিত তখন বলে পালিয়ে লাভ নেই শুভ আমি তোমাকে নিতে এসেছি। তখন গ্রামের সবাই আনন্দ করতে থাকে। শুভ বলে তোমরা তাহলে তখন আমার থেকে এটাই লুকাইছো। তোমরা সবাই সবকিছু জানতে।
শুভ অদ্রিত কে বলে এটা তো কখনো হয় না। তোমার আর আমার মিল হতে পারেনা। তখন অদ্রিত তার পকেট থেকে শুভর একটা ছোটবেলার ছবি বের করে বলে দেখো এখনো এটা আমি সেই যত্ন করে রেখেছি। তখন শুভ দৌড়ে বাড়ি গিয়ে একটা বক্স নিয়ে আসে। তার ভেতরে অদ্রিত এর দেওয়া সকল জিনিস ছিল। ওই ছবিটার বাকি অংশ অদ্রিত এর ছবি ছিল। অদ্রিত তখন বলে ডেসটিনিউ আমাদের এক করতে চাইছে শুভ তুমি আর না করো না প্লিজ। তিনটে জীবন নষ্ট হয়ে যেত। আমার বুঝতে দেরি হয়েছে কিন্তু আমি বুঝেছি তুমি একটু বোঝ প্লিজ। কিন্তু শুভ বলে না এটা হয় না কিছুতে। বলে শুভ তার ঘরে চলে যায় দৌড়ে।
শুভ তার ঘরে এসে দেখে তার ঘরটা সুন্দর করে সাজিয়েছে অদ্রিত। দেখে তাদের ছোটবেলার একটা খেলনা সেখানে রাখা আছে। তখন সে সেটা নিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই সেখানে কাকিমা এসে শুভকে বলে। শুভ তুই ওখান থেকে চলে আসার পর আদ্রিত রাগ করে কষ্ট পেয়ে মাঠের দিকে চলে গেছে। শুভ তখন দৌড়ে যায় অদ্রিত কে খোজার জন্য। কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। সে সবার কাছে জিজ্ঞাসা করে আশেপাশ। ক্ষেতের ভিতরে একটা জায়গা পড়ে থাকতে দেখে শুভ দৌড়ে যায় তার কাছে। অদ্রিত এর কাছে গিয়ে তাকে বলে তোমার কি হয়েছে।অদ্রিত তখন বলে সাপে কেটেছে। আমি আর বাঁচবো না শুভ আমার আর বাঁচার ইচ্ছা নেই যেখানে তুমি নেই সেখানে আমি বেঁচে থেকে কি করব। তখন শুভ কান্না করতে থাকে আর বলে আমি তোমার কিছু হতে দেব না, তোমার কিছু হলে যে আমি বাঁচতে পারবো না আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন অদ্রিত উঠে বসে পড়ে। শুভ কে বলে কি বললে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তুমি এটা আগে কেন বললে না। বেকার কাঁদার ভিতরে গড়াগড়ি করতে হলো আমার। শুভ তখন বলে তার মানে তুমি এতক্ষণ নাটক করছিলে তোমাকে সাপে কাটেনি। অদ্রিত তখন বলে এতটুকু নাটক না করলে তো তোমার যা জেদ বুড়ো বয়স হয়ে যেতো আই লাভ ইউ শুনতে।অদ্রিত বলে ভালো তো অনেকেই বাসে শুভ কিন্তু তোমাকে কেউ আমার মত ভালবাসতে পারবেনা। কারণ কারো কাছে যে আমার শুভ নেই আই লাভ ইউ শুভ। আই শ্যাল লাভ ইউ মাই হোল লাইফ।।