দেবা আর আখি কালরাত্রি দুই শালিক সিরিয়ালে নতুন পর্বের আপডেট




দুই শালিক সিরিয়ালে আজকের এক্সাইটিং নতুন পর্বের আপডেট,


পর্বের শুরুতে আমরা দেখতে পাই দেবা আঁখি  কে বলে আজ সকালে মনে হয়েছিল আমি তোকে বরাবরের মতো হারিয়ে ফেললাম। আচ্ছা ফোনটা তো আগেই করতে পারতিস তাহলে ভিতরে ভিতরে এতটা মরতাম না। আঁখি তখন  বলে  ফোন কই আমি তো কোন ফোন করিনি। দেবা বলে আবার শুরু করেছিস এর সব শোধ তুলবো কিন্তু আমি। তুই আমার জন্য জন্মেছিস আর কখনো তোকে ছেড়ে চলে যাব না। হাজার চেষ্টা করলেও তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। এভাবেই ধরে রাখবো। ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা রোমান্টিক গান বাজে। তাহলে রোমান্টিক মুহূর্ত পার করছিল তখনি সেখানে পল্টু চার আনারা চলে আসে। তখন দেবা পল্টুকে বলে বাড়িতে যা আমি একটু পরে আসছি। পল্টু বলে তুই এখন কোথায় যাবি। দেবা বলে আমি একটা কাজ ফেলে রেখে এসেছি ওখানে যেতে হবে। কি কাজ জানতে চাইলে দেবা বলে পি আর কে এর ছেলে গৌরবের এক্সিডেন্ট হয়েছে। আমি সকালে নিয়ে গিয়ে ভর্তি করে রেখে এসেছি এখন ওখানেই যেতে হবে।


 

আঁখি তখন অবাক হয় ও মনে মনে ভাবে। এসব কি বলছে দেবা, ঝিলিক তা হলে  ওখানে আছে এ জন্য ফোন ধরছে না। আঁখি বলে আমিও যাব। দেবা আঁখি কে বলে তু্ই কেন যাবি। উত্তরে আঁখি বলে একটা মানুষ এক্সিডেন্ট করে পড়ে আছে। স্ত্রী বাড়ির লোক হয়তো টেনশন করছে তুমি আর আমি গেলে হয়তো ভরসা পাবে। আখি মনে মনে ভাবে যেভাবেই হোক ঝিলিক কে ওখান থেকে সরাতে হবে ঝিলিক যেন কোন ভাবেই দেবার সামনে না পড়ে। তারপর দেবা আঁখি কে নিয়ে ওখান থেকে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। এদিকে হাসপাতালের গোড়া পি আর কে এর কাছে কল দেয় বলে মামা গৌরব এর অবস্থা অনেক ক্রিটিকাল এখন আমার অনেক চিন্তা হচ্ছে। পি আর কে বলে তোর কিসের চিন্তা। গোড়া বলে মামা হাজার হলেও গৌরব আমার ভাই। সে ভাইয়ের কোন ক্ষতি হয়ে গেলে, আর ইনফ্যাক্ট ক্ষতি তো হয়েছে। পি আর কে বলে কি ক্ষতি হয়েছে জ্ঞান ফেরেনি ফিরে আসবে। গোরা বলে জ্ঞান ফিরলেও প্রতিটা কিন্তু রয়েছে মামা। দেবার রক্ত গৌরবের শরীরে। আমি এখান থেকে জানতে পেরেছি দেবা ও রাতে হাসপাতালে ভর্তি করেছে নিজের টাকা খরচ করে। এবার গৌরবকে রক্ত দিয়েছে।


 



দেবার গৌরব যদি এক হয়ে যায় মামা এটা কিন্তু তোমার জন্য খুব বিপদের। তখনই ঝিলিক এসে গোড়ার হাত থেকে ফোন কেড়ে নেয়। পি আর কে বলে দুজনে কি আমার ক্ষতি করবে। শেষ করে দেবো দুজনকে। ওসব ছেলেটেলে আমার কাছে কিছু ম্যাটার করে না। তখন ঝিলিক ফোনের এদিক থেকে বলে ওঠে জানি। তখন পি আর কে অবাক হয়ে যাই। ঝিলিক বলে জানি আপনার কাছে আপনার ছেলের জীবনের কোন দাম নেই। কিন্তু আমার কাছে আছে। গৌরব কাঞ্জিলাল আমার স্বামী। ওর গায়ে যদি একটা আচর পরে না আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না। ২৪ ঘন্টা পাহারা দেবো আমি ওকে। আপনি কেন আপনার ছায়াও পরবেনা ওর উপর। বলে ঝিলিক ফোন গোড়া কে দিয়ে ওখান থেকে চলে যাই।


 ঝিলিক গৌরব এর মাথার কাছে বসে কান্না করে। গৌরব এর মা এসে আঁখি কে দেখে ভাবে। এ জানো এক অন্য আঁখিকে দেখছি আমি। যে আঁখি মধ্যে বেহুলা আছে, যে আখির মধ্যে সাবিত্রী আছে। যারা জমের মুখ থেকে তাদের স্বামীকে ফিরিয়ে এনেছে। আমার আঁখি ও পারবে। ও আমার গৌরবের রক্ষাকবচ হয়ে উঠবে। অন্যদিকে বস্তিতে কমলা মাসি বাসায় ফিরে ঝিলিকের মায়ের কাছে আসে।বলে আমার দেবা কোথায়। ঝিলিকের মা বলে কমলা দি দেবা ঝিলিক কে নিয়ে পালিয়েছে। আমরা অপেক্ষা করছি ওদের জন্য চলে আসবে। কমলা মাসি তখন বলে আমি এই বিয়ে মানি না। জোর করে তোমাদের মেয়েকে আমার দেবার গলায় ঝুলিয়ে দিয়েছো। ঝিলিকের মা বলে কমলা  দি এখানে ঝোলানোর কিছু নেই তুমিও তো জানো ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওরা আমার সামনে স্বীকার করেছে তাই আমি ওদের যেতে দিয়েছি না হলে দিতাম না।


কমলা মাসি তখন বলে ওই মেয়েকে আমি বরণ করে ঘরে তুলবো না। তোমার মেয়ে রাস্তায় পড়ে থাকবে। পুষ্প তখন বলে আমি আমার মেয়েকে যে শিক্ষা দিয়েছি ও রাস্তা কে স্বর্গ বানিয়ে ফেলবে। অন্যদিকে হাসপাতালে নার্স এসে গৌরবের কাছ থেকে সবাইকে চলে যেতে বললো। ঝিলিক কিছুতেই ওখান থেকে যাবে না। তারপর কাকু নার্সের সঙ্গে কথা বলে ঝিলিক কে থাকার অনুমতি দিয়ে দেই। এদিকে দেবা আর আঁখি হাসপাতালে রিসিপশনে এসে জিজ্ঞাসা করে গৌরব কে কোথায় রাখা হয়েছে। আঁখি তার মুখে একটা চাদর পেচিয়ে রাখে জানো  কেউ চিনতে না পারে। দেবা জিজ্ঞাসা করলে বলে আমার শীত লাগছে তাই এটা দিয়ে রেখেছি।

  


আঁখি ওখানে গৌরব এর মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। গৌরবের মায়ের ফোনটা হঠাৎ করে হাত থেকে পড়ে যায়। যে ওটা উঠিয়ে দেওয়ার সময় ও হাত দিয়ে গৌরব এর মায়ের পা প্রণাম করে। ওর মা কিছু জিজ্ঞাসা করার আগে ওখান থেকে চলে যায়। তারপর আঁখি খুঁজতে খুঁজতে দেখতে পাই একটা কেবিনে ঝিলিক বসে আছে। আঁখি তাড়াতাড়ি ঝিলিকের কাছে যায়। ঝিলিক আখির মাথাই সিদুর দেখে অবাক হয়ে যায়। আখি কে জড়িয়ে ধরে কান্না করে। আঁখি ঝিলিক কে সান্ত্বনা দেয়। তারপর বলে তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে আমার দেবার সাথে বিয়ে হয়েছে। আমাকে বিয়ের মণ্ডপ থেকে উঠিয়ে নিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেছে।আমি ওর সাথে এখানে এসেছি। কিন্তু ঝিলিক দেবা তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেললে তো অনেক বড় বিপদ হয়ে যাবে।update

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!