গৃহপ্রবেশ সিরিয়ালের নতুন পর্বের আপডেট,
এপিসোড এ শুরুতে আমরা দেখতে পাই আদ্রিত খেত এর ভেতর দাঁড়িয়ে শুভ কে তার ভালোবাসার কথা বলসিলো। অদ্রিত শুভর একটা কানের দুল বের করে শুভকে দেখায়। শুভ তখন বলে এটা তোমার কাছে কিভাবে আসলো এটা তো হারিয়ে গিয়েছিল। এটা দাও আমাকে, আদ্রিত তখন বলে কাছে এসে নিয়ে যাও। শুভ তখন নিতে গেলে অদ্রিত শুভর হাত চেপে ধরে। বলে আর ও কাছে আসো। রোমান্টিক সীন শুরু হয় ব্যাকগ্রাউন্ড এ একটা মিউজিক বাজে। দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে। আদ্রিত শুভর কপালে আলতো করে একটা চুমু খায়।অদ্রিত শুভকে বলে তুমি যখন আমার কাছে আসো তখন আমার জীবন আলোকিত হয়ে ওঠ। ইউ আর দা লাইট অফ মাই লাইফ। শুভ তখন বলে কিন্তু বড় মা। অদ্রিত বলে মাকে বলে আসেনি। বললে মা আসতে দিত না। এখন তো আর আমি একা নেই শুভ। আমরা দুজন মিলে বোঝালে মা ঠিকই বুঝবে।
আদ্রিত শুভকে বলে আমরা বিয়ে করবো কালই। এর পরের সিন আমরা দেখতে পাই, শুভ এবং আদ্রিত শুভর ঘরে বসে কথা বলছিল। শুভ তখন বলে কালই বিয়ে করব বাড়ির কেউ নাই। বাবাও নাই এখানে। এভাবে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেবো বাবাকে ছাড়া তো আমি কখনো কিছু করিনি। তখন আদ্রিত সৌমিতের কাছে কল দেয়। ওরা সবাই ওখানে একই সাথে বসে ছিল। আদ্রিত ফোন করার পর সবাই এক্সাইটেড হয়ে জানতে চাই শুভ কি রাজি হল। আদ্রিত প্রথমে মন খারাপ করে থাকে তারপর হঠাৎ করে হেসে দেয় আর বলে হ্যাঁ শুভ রাজি হয়েছে। ওই বাড়ির সবাই তো অনেক খুশি। শুভ তখন তার বাবার সাথে কথা বলতে চাই। শুভর বাবা ওকে বলে আমার কোন সমস্যা নেই রে মা। তুই মনে কোন দ্বিধা রাখিস না। সত্যিকারের ভালোবাসা পাওয়া তো ভাগ্যের ব্যাপার রে মা। ঠাম্মি শুভকে বলে আমি তোর জন্য আশীর্বাদে গহনা পাঠিয়েছি। তুই ওটা পড়ে বিয়ে করবি, তারপর আমার দাদু ভাইয়ের দেওয়া সিঁদুর মাথায় নিয়ে তোরা দুজনে মিলে আমার কাছে চলে আসবে।
অন্যদিকে জিনিয়া জিনিয়ার মা এবং আদৃতের মা একটা রেস্টুরেন্টে বসে আলোচনা করছিল। অদ্রিত এর মা তখন জিনিয়া কে বলে এটা তুমি ঠিক করো নাই জিনিয়া তোমার রাগ হয়েছে বলে তুমি এনগেজমেন্ট রিং খুলে দিয়ে চলে আসবে। তুমি তো জানো না এংগেজমেন্ট রিং ছুড়ে ফেলে দেয়ার মানে কি। জিনিয়া তখন বলে আর আদৃত ও যে আমাকে রিফিউজ করলে তখন। অদ্রিত এর মা তখন বলে আমি বাসায় ছিলাম না বাচ্চারা একটু ভুল করে ফেলেছে। এটা কোন বড় ব্যাপার না বিয়েটা হবে। জিনিয়া তখন বলে আন্টি অদ্রিত কি মানবে। সেবন্তি তখন বলে দেখো জিনিয়া আদৃত কখনো তার মায়ের কথা ফেলে না। মে বি ও আপসেট কারণ ও শুনেছিল শুভ ইন্ডিয়া চলে গেছে। জিনিয়া তখন খুশি হয়ে বলে শুভ ইন্ডিয়ায় চলে গেছে। অদ্রিত এর মা বলে হ্যা আর আদি এখন বস্টোন এ আছে। কাল ফিরবে । বিয়েটা আমি ঠিক করেছি বিয়েটা হবে।
জিনিয়া তখন বলে আন্টি বিয়ের আগে তোমাদের কি একটা রিস্যুয়ালস হয় না হলুদ লাগানো ওইটা প্লিজ আমাকে লাগিয়ে না আমার ইস্কিন ড্যামেজ হয়ে যায়। আদৃতের মা বলে হলুদের অনুষ্ঠান তো হবে এখন ওটা না দিলেও চলবে। অন্যদিকে পরদিন সকালবেলা গ্রামের সবাই শুভ এবং আদ্রিতের হলুদের অনুষ্ঠান শুরু করে। এখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। ব্যাকগ্রাউন্ডটা হলুদের মিউজিক বাজে। অদ্রিত আর শুভর গায়ে হলুদ। কেউ হলুদ বাটসে কেউ বরণ করছে এজন্য গ্রামে মহানন্দ লেগেছে। এদিকে আদ্রিত শুভর দিকে এক পলকে তাকিয়ে থাকে। আর মনে মনে বলে ইউ আর লুকিং সো বিউটিফুল। নিউইয়র্ক থেকে সবাই ভিডিও কলে দেখছিল ওদের গায়ে হল।
এদিকে অদ্রিত দূর থেকে লুকিয়ে শুভর গায়ে হলুদ দেখছিল। তখন সবাই দেখে ফেলে অদ্রিত কে। আর ওরা গিয়ে অদ্রিত কে নিয়ে আসে। বলে দুজনের গায়ে হলুদ একই সাথে হবে। তারপর ওদের দুজনকে একই সাথে গায়ে হলুদ দেয়। সবাই বসে বসে ওদের গায়ে দেখছিল আর অনেক আনন্দ কোরসিলো। আদ্রিত হঠাৎ করে হলুদ নিয়ে শুভর মুখে লাগিয়ে দেয় । আর শুভ অদ্রিত কে ধরার জন্য দোর দেয়। শুভও অদ্রিত এর গায়ে হলুদ দেয়। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রোমান্টিক একটা সিন দেখা যায়।
অন্যদিকে অদ্রিত এর মা কাকিমারা ওর বিয়ের জন্য আলোচনা করে। জিনিয়া যে গয়না গুলো পছন্দ করেছে সেগুলো তারা দেখে। আদ্রিতের মা বলে জিনিয়া এগুলো পছন্দ করেছেন নিজে। একটু এক্সপেন্সিভ কিন্তু ব্যাপার না। আমার পুত্রবধূ বলে কথা ওর তো একটা ক্লাস আছে তাই না। এদিকে গ্রামে সবাই ওদের বিয়ে হলুদ নিয়ে এক্সাইটেড। কোনে কে হলুদ দেওয়া শেষ করে মন্দিরে বিয়ের আয়োজন করেছে ওখানে নিয়ে যাওয়া হবে। আদি এবং শুভর রেজিস্ট্রি আগে কমপ্লিট করে নেয়। সাইন করার সময় আদি শুভ কি বলে একটা সাইন করতে তোমার এত সময় লাগছে কেন। রেজিস্ট্রি সাইন শেষ করে অদ্রিত শুভ কে বলে এবার আমার বিয়ে করা বউ এর নিউইয়র্ক যেতে আর কোন সমস্যা হবে না।