গিতা এল এল বি সিরিয়াল এর আজকের এক্সক্লুসিভ পর্বের আপডেট ,
সিরিয়াল এর শুরুতেই আমরা দেখতে পারি কোর্ট থেকে ফেরার পরে অগ্নিজিদ মুখার্জী বাড়িতে আসলে প্রলয়জিদ মুখার্জি অগ্নিজিৎ মুখার্জি কে প্রশ্ন করে দাদা তুমি এটা কেন করছ। কি জন্য করছো। তুমি তোমার প্রিন্সেস এর বিরুদ্ধে কোর্টে লড়ছো। আমি আমার যে দাদাকে পিতৃতুল্য মনে করি সে এমন একটা কাজ করছে। অগ্নিজে মুখার্জি বলে তোর এগুলো নিয়ে ভাবতে হবে না।তাদের মধ্যে কথা হচ্ছিল তখনই সেখানে গিনি চলে আসে আর বলে বাবা আপনার দয়াতে যারা চলে তারা এখন আপনার বিরুদ্ধে কথা বলছে। গিনি প্রলয় মুখার্জিকে বলে আমার শ্বশুরমশাই যা বলবে যেটা করবে সেটাই সঠিক। এবার গিনি গীতাকে কল দেয় আর বলে, তুমি তো আমার শ্বশুর মশাইকে সবার সামনে ছোট করেছো। মেহেক কি পারতো না এ বাড়িতে থেকে সব সমস্যা সমাধান করতে। এ বাড়িতে থেকে সবাইকে বোঝাতে। শুধু তোমার জন্য এমনটা হচ্ছে। তুমি আর পদ্ম দুজনই বেঈমান বিশ্বাসঘাতক। গিনি বলে তুমি তো এই বাড়ির বউ হওয়ার যোগ্য নও। আমি স্বস্তিককে বলব ও যেন তোমাকে ডিভোর্স দিয়ে দেয়। আর তা না হলে ও যেন বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই সেখানে ঠাম্মি চলে আসে আর বলে এই সিদ্ধান্ত নেবার তুমি কে। এ বাড়ি থেকে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত নেবার তুমি কে। তোমার মুখটা বন্ধ রাখো।
গিনি উত্তর দেয় না ঠাম্মি, আমি মুখ বন্ধ করতে পারলাম না। আপনার বড় খোকার দিকে একটু তাকান। যে তার মা বলতে পাগল তাকে একটু কাছে টানুন একটু আগলে রাখুন। এমনিতেই সে তার মেয়ের বিরুদ্ধে গিয়ে কেস লড়ছে। সারা পৃথিবীর লোক এখন তার বিরুদ্ধে। গিনি প্রলোজিৎ মুখার্জিকে উদ্দেশ্য করে বলে, অবশ্য বাইরের লোককে দোষ দিয়ে কি লাভ ঘরেই তো আছে ঘরের শত্রু বিভীষণ। প্রলয় জিত মুখার্জি কিছু বলতে যাবে তখনই সেখানে সাত্ত্বিক চলে আসে বলে কাকা তুমি আমার স্ত্রীকে ধমক দিতে পারো না। সবাই তো আর গীতা এলএলবি নয়, যে তার প্রফেশনটাকে প্রাধান্য দেয় আমার স্ত্রী সংসার সামলাচ্ছে সবার খেয়াল রাখছে। তাই ঘরের বউকে সম্মান দিতে শেখো।
ঠাম্মা তখন বলে সাত্ত্বিক তুমি যেটা বলছো তোমার স্ত্রীকে ভালবেসে। আর তোমার ভালবাসার উপর সম্মান রেখেই বলছি আজ কোর্টে যেটা হয়েছে অন্যায় হয়েছে। ঠাম্মার গিনির থেকে ফোনটা নেয় আর গীতাকে বলে আমি এডভোকেট ব্রজ বালা মুখার্জি বলছি, তুমি যা করছো একদম সঠিক করছ। আমি জানি তুমি সব সময় সত্যের পথে আছো। তুমি তোমার মত এগিয়ে যাও আমি তোমার পাশে আছি। আর মেহেক কে বলবে ওর সিদ্ধান্তের উপর পূর্ণ সমর্থন আছে আমার। এই পরিবারে কারোর সমর্থন থাকুক বা না থাকুক আমার আছে। ঠাম্মি বলে একদিকে আমার পরম প্রিয় সন্তান আর অন্যদিকে তুমিও আমার পরম প্রিয় আমার দুই প্রিয় মানুষের ভিতরে লড়াই চলছে আর মাঝ থেকে কষ্ট পাচ্ছে মেহেক। লড়াই যেন থামিয়ে দিওনা লড়াই যেন এভাবেই চলতে থাকে। গীতা ঠাম্মিকে বলে ঠাম্মি মেহেক এখানেই আছে তুমি ওর সাথে কথা বল। মেহক ঠাম্মি কে বলে পাপার কাছে দাও পাপার সাথে কথা বলতে চাই।
মেহেক তার পাপাকে বলে পাপা তুমি কেমন এমন করছো। পাপা আমি অনেক ভালোবাসি তোমাকে। তুমি আগের পাপা হয়ে যাও না। তুমি এই কেসটা ছেড়ে দাও না। তোমার বৌমা তোমাকে সাহায্য করবে। অগ্নিজেদ মুখার্জি বলে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আমি অনেক অপদস্ত হয়েছি। আমাকে খলনায়ক বানানো হয়েছে। আমার পরিবারের লোক আমাকে ভুল বুঝেছে। আমি এই কেসটা না লড়লে পরমের জেল হয়ে যাবে, বহ্নির জেল হয়ে যাবে। তখনই সেখানে বন্নি আসে আর বলে দাদা আমাকে ক্ষমা করুন আমি কখনো এই পরিবারের ক্ষতি চাইনি। ঠাম্মি বন্নি কে বলে তুমি চুপ করো বৌমা। আমি জানি দূর আত্মার সলের অভাব হয় না। আমি জানি তুমি অনেক লোভী আমার নিজের পুত্র অনেক লোভী কিছু টাকার লোভে তোমরা যা করেছ তার জন্য তোমাদের শাস্তি হওয়া উচিত। কোর্ট তোমাদের যদি সাজা নাও দেয় ঈশ্বর তোমাদের কখনো ক্ষমা করবে না।ঠাম্মি কান্না করতে থাকে, তখনই পরম মুখার্জির ওয়াইফ এখানে আসে আর বলে মা আপনি কান্না করবেন না দাদা আমাদের পরিবারে বটবৃক্ষের মতো আছে সে সব ঠিক করে দেবেন। পরম মুখার্জী বলে না দাদা পারবে না দাদা আর আগের মত নেই। এটা যদি কেউ ঠিক করতে পারে সেটা শুধু গীতা এলএলবি।
অন্যদিকে আমরা দেখতে পাই মেহেক গীতাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, গীতা মেহেক কে বলে তুমি কান্না করো না সব ঠিক হয়ে যাবে। মেহেক বলে ঠিক করে দাও না তুমি তো ম্যাজিক জানো সবকিছু আগের মতো করে দাও না। যেন কোন বাবাকে তার মেয়ের বিরুদ্ধে যেতে না হয় কখনো। তুমি প্লিজ কিছু একটা কর আমি তোমাকে রিকোয়েস্ট করছি। গীতা বলে আমি সব ঠিক করে দেবো। তখন পদ্ম এসে গীতাকে বলে বাজি পোড়াতে গিয়ে যে ঘটনা ঘটলো তুমি তো সেসব কিছু কোর্ট বললে না আজকে। গীতা পদ্ম কে বলে ওগুলো ল্যাবে দেয়া হয়েছে আগে পরীক্ষা হোক সময় হলে সব প্রমাণ জোগাড় করে তারপরেই বলবো।
ওইদিকে কৃপান ভজন মিত্রের কে বলে গীতা এলএলবি খুব ডেঞ্জারাস ওকে এত সহজভাবে নেওয়া যাবে না। কোর্টে যেভাবে অগ্নিদেব মুখার্জিকে কাটছিল কথা দিয়ে আমি তখনই ভেবেছিলাম ওসব কিছু করতে পারে। আমার তো এখন চিন্তা হচ্ছে শেষে অগ্নি জিৎ মুখার্জি পালটি খেয়ে না যায়। তখন ভজন মিত্বের কৃপান কে বলে কোন কিছু করে লাভ নেই ওই যে ১৩-১১-২০২২ সঞ্জয় চৌধুরীর জিকেস্টা সরলা চৌধুরীর কেস তার সাথে আবার ধিমান সিন রয়েছে। তাই অত সহজে কিছু করতে পারবে না। যদি সাজা পেতেই হয় তাহলে অগ্নি জিৎ মুখার্জিকে সব দায় নিতে হব।ভজন মিত্বের আরো বলে কৃপান বাবু তোমার বিয়ের সানাই বাজুক বা না বাজুক পুলিশের গাড়ির সাইরেন কিন্তু ঠিকই বাজবে। তখনই গীতা ভজন মিত্তির কে কল দেয় বলে খেলা তো একদম জমে উঠেছে। ওই বাজি গুলো পরীক্ষা করেতে গেছে কি পরিমান এক্সক্লুসিভ ইউজ করা হয়েছে সব বেরিয়ে আসবে। আর আমি জানি তোমাদের হাতেও একটা আছে ১৩-১১-২০২২। এদিকে দেখতে পাই গিনি এবং সাত্ত্বিক এর হানিমুনে টিকিট চলে এসেছে কাকিমা সত্ত্বেক কে বলতে আসলে সাত্ত্বিক বলে আমি কোন হানিমুনে যাবো না। কাকিমা জানতে চাইলে সাত্ত্বিক বলে আমি গিনিকে ভালোবাসি না। আমি ড্যাডের কথাই গিনির সাথে অভিনয় করছি। এসব কথা গিনি আড়াল থেকে শুনে ফেলে। রুমের ভেতরে আসলে সাত্ত্বিক গিনিকে বোঝাতে গেলে গিনি বলে থাক আর কিছু বলতে হবে না আমি সবকিছু আড়াল থেকে শুনেছি।